প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে পরাজয় হবে জেনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে বিএনপি।’ জার্মানির মিউনিখে দেয়া প্রবাসী সংবর্ধনায় তিনি বলেন, ‘উন্নয়নের জন্যই জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় কেউ বাধা দিতে পারবে না বলেও এ’সময় মন্তব্য করেন শেখ হাসিনা।’ জার্মানি সফরের প্রথম দিনেই হোটেল শেরাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন নাগরিক সংবর্ধনায়। তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসীরা অংশ নেয়। বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। নির্বাচন প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। তিনি বলেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই নির্বাচন নিয়ে বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে। বাংলাদেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধুকণ্যা। সংবর্ধনায় প্রবাসী আওয়ামী লীগ নেতারা বক্তৃতা করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।