প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫০
নানা কষ্ট আর দুর্ভোগের অবসান হতে যাচ্ছে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কের। ইতিমধ্যেই সম্প্রসারণ কাজ শুরু হয়েছে।২ শত ৭৬ কোটি টাকা ব্যয়ে এ মেগা প্রকল্পটি অর্থায়ন করছেন এশিয়ান ডেপলামেন্ট ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার শুরু হওয়া উখিয়ায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন এডিবি’র ভাইস প্রেসিডেন্ট মি: স্যাকসিন সেন।কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, দু’টি প্যাকেজে কক্সবাজার-টেকনাফ সড়কের ৫০ কিলোমিটার রাস্তার সম্প্রসারণ কাজ শুরু করা হয়েছে। কক্সবাজারস্থ লিংক রোড হতে উখিয়ার ফায়ার সার্ভিস ষ্টেশন পর্যন্ত ২৫ কিলোমিটার প্রথম প্যাকেজে ১ শত ২২ কোটি টাকা এবং উখিয়ার ফায়ার সার্ভিস হতে টেকনাফের উনচি প্রাং পর্যন্ত ২৫ কিলোমিটার ১ শত ৫৪ কোটি টাকা।
তিনি আরও বলেন, রাস্তার দু’পাশে ৩ ফুট করে ৬ ফুট নতুন করে সম্প্রসারণ করা হবে। এছাড়াও যানজট নিরসনে কোর্টবাজার, মরিচ্যা, উখিয়া সদর, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী সহ সড়কের গুরুত্বপূর্ন ষ্টেশন গুলোকে প্রায় ৪৫ ফুট বৃদ্ধি করা হবে।এডিবি’র ভাইস প্রেসিডেন্ট মি: স্যাকসিন সেন এর নেতৃত্বে পরির্দশনের আসা উচ্চ পর্যায়ের টিমের মধ্যে উপস্থিত ছিলেন, এডিবি’র বাংলাদেশস্থ কান্ট্রি ডাইরেক্টর মি: মংমং প্রকাশ, সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সোয়েব আহমদ, কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, সুপারেন্টেন প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মুজিবুর রহমান সহ এডিবি’র উচ্চ পদস্থ কর্মকর্তাগন। পরির্দশনে আসা এডিবি’র ভাইস প্রেসিডেন্ট মি: স্যাকসিন সেন উখিয়ার রাজাপালং মাদ্রাসা সংলগ্ন কাজের সাইট ম্যাপ পরির্দশন করেন।