টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আসা আরও দুই মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা হলেন ফেনীর সফিকুর রহমান এবং কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম। এই নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা মোট চার মুসল্লির মৃত্যু হলো।এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী এবং বুধবার দিবাগত রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বার নামে এক ব্যক্তি হৃগরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার আদম আলী জানান, শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে সফিকুর রহমান এবং বৃহস্পতিবার দিবাগত রাত দু’টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।