প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২:১৩
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। থানায় মামলা দায়ের। জানা গেছে, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তের পরিচালক দেওয়ান মো. জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রত্নাপুর ইউনিয়নের মিশ্রীপাড়া বাজার থেকে বুধবার সন্ধ্যায় নারী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগম (৪৫)কে ২শ গ্রাম গাঁজাসহআটক করেন।
এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৪৫ হাজার টাকাও উদ্বার করা হয়। এসময় আটক মনোয়ারার স্বামী মাদক ব্যবসায়ি আফজাল হাওলাদার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক দেওয়ান মো.জিল্লুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই রাতেই আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, নং-৪ (১৩/২/২০১৯)। গ্রেফতারকৃত মনোয়ারাকে বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব