প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১:১৮
ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের এই হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন। এক রোগীর স্বজন বলেন, আগুনের কথা শোনার পর তিনি ধোঁয়া উড়তে দেখেন। এই পরিস্থিতি দেখে তিনি তার রোগীকে বাসায় নিয়ে গেছেন। আরও অনেক রোগী আগুন আতঙ্কে বেরিয়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আগুনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতালের এক কর্মচারী বলেন, নতুন ভবনের স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। ফেইসবুকে তোলা বিভিন্নজনের আগুনের ভিডিওতে সরকারি এই হাসপাতাল ভবনের নির্মাণাধীন অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছিল। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তা নেভাতে কাজ করছেন। বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করলে কর্তব্যরত কর্মকর্তা বলেন, অগ্নি নির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব