১২৭ উপজেলায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
১২৭ উপজেলায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ ২৪ মার্চ

তৃতীয় ধাপের ১২৭ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকালে প্রজ্ঞাপনের মাধ্যমের এই তফসিল ঘোষণার কথা জানিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ৭ মার্চ। ভোট অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। এই ধাপে ২৫ জেলায় ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৮৬ উপজেলার তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১০ মার্চ। গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১৮ মার্চ। যদিও দ্বিতীয় ধাপ থেকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ভোট পিছিয়ে তৃতীয় ধাপে আনা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব