প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪০
রাজধানী ঢাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট ও শ্যাওড়া এলাকায় রেল লাইনের ধারে তাদের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে কমলাপুর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, সকাল ৮টা ও ১০টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেনের কাটা পড়ে তারা ঘটনাস্থলেই প্রাণ হারায়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুপুরের দিকে জিআরপি ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ইনিউজ ৭১/এম.আর