আজ কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩২ পূর্বাহ্ন
আজ কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১৪ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের কোস্টগার্ড সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কোস্টগার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১০ জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, ১০ জনকে বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও ১০ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদকসহ মোট ৪০ জনকে পদক প্রদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদের মধ্যে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক গ্রহণ করবেন নৌ-বাহিনী প্রধান ও সাবেক কোস্টগার্ড প্রধান রিয়ার অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বর্তমানে গভীর সমুদ্র ও সমুদ্র উপকূলীয় প্রায় ৮০৫ নটিক্যাল মাইল এলাকায় নিরাপত্তা দিচ্ছে। বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং অফুরন্ত সম্পদের আঁধার সামুদ্রিক জলসীমার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, মৎস্যসম্পদ রক্ষা, দেশের সমুদ্রবন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান, ডাকাতি দমনসহ প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় কোস্ট গার্ড বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর