সিঙ্গাপুর হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বুধবার রাত ১০টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান রাতে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, আইজিপিসহ কূটনৈতিক এবং সিনিয়র কর্মকর্তারা।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেধ হাসপাতালে ছয়দিন অবস্থানকালে স্বাস্থ্য ও চোখের পরীক্ষা করেন রাষ্ট্রপতি। সিঙ্গাপুর বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান। গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।