লালপুরে অভিযানে ৩ ওষুধের দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: বুধবার ১৩ই ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৭ অপরাহ্ন
লালপুরে অভিযানে ৩ ওষুধের দোকানে জরিমানা

নাটোরের লালপুরে ক্যাব এর বাজার তদারকী অভিযানে ৩ ওষুধের দোকানে জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে অবস্থিত মোহনা ফার্মেসী, জোহুরা ফার্মেসী ও মা ফার্মেসীতে এ  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সামসুল আলম অভিযান পরিচালনা করেন। 

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, সৌজন্য কপি ওষুধ বিক্রি ও ওষুধের গায়ে মূল্য না থাকায় ভোক্তার অধিকার সংরক্ষণ আইনের ৩৭ এবং ৫১ ধারায় মোহনা ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং জোহুরা ফার্মেসী ও মা ফার্মেসীকে যথাক্রমে ২ হাজার টাকা করে জারমানা করা হয়। অভিযানে সহযোগীতায় ছিলেন নাটোর জেলা ক্যাব এর সেক্রেটারী জনাব রইস উদ্দিন সরকার। এছাড়াও লালপুর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব