আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ১৩ই ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

ওজনে কম দেয়া, মেয়াদোত্তীর্ন, মানহীন পন্য বিক্রি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নি¤œমানের খাদ্য উৎপাদনের অভিযোগে বরিশালের আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদায়।  আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় বুধবার দুপুরে উপজেলার গৈলা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার।

অভিযানে ভোক্তা অধিকার আইনে রুবেল জমাদারের মর্ডান বেকারীকে ৭ হাজার টাকা, গোসাই দাসের শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডারে ৭ হাজার টাকা, সাদিয়া কসমেটিক্স এর মালিক রুবেল সরদারকে ৩ হাজার টাকা, অপর কসমেটিক্স দোকানের মালিক নুরুল ইসলামকে ৩ হাজার টাকা ও মুদি দোকানী আ. হক সরদারের কাছ থেকে ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। গৈলায় অভিযানের খবর পেয়ে উপজেলা সদরের অধিকাংশ ব্যবসায়িরা দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব