নকল ইলেকট্রনিক্স দ্রব্যসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৩ই ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৩ অপরাহ্ন
নকল ইলেকট্রনিক্স দ্রব্যসহ ব্যবসায়ী আটক

র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল ১২-০২-২০১৯ইং তারিখ বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মধ্য আলীপুরস্থ মতিউর রহমান দারোগার বাসায় অভিযান পরিচালনা করে নকল ইলেকটনিক্স দ্রব্যসহ ১। মোঃ মিঠুন হোসন(২৮), পিতা-মোঃ আঃ বারেক, সাং-কাজেম মাতাব্বর ডাঙ্গী, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে।

উল্লেখ্য যে, উক্ত ব্যক্তি বিভিন্ন কম দামি চাইনিজ নন ব্র্যান্ডের টেলিভিশন, এসি ক্রয় করে এনে SONY, SAMSUNG, LG সহ বিভিন্ন ব্র্যান্ডের লোগো স্থাপন করে বিক্রির মাধ্যমে প্রতরনা করে এবং সাধারণ বিক্রেতাদেরকে হয়রানি করে আসছিল। আাটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব মোঃ পারভেজ মল্লিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), ফরিদপুর সদর, ফরিদপুর এর উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ধৃত আসামী মোঃ মিঠুন হোসন(২৮)’ কে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট হস্তান্তর করা হয়। বর্ণিত সাজাপ্রাপ্ত আসামীকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

ইনিউজ ৭১/এম.আর