পিরোজপুরের পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
গাজী আবুল কালাম , উপজেলা প্রতিনিধি ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১২ই ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৯ অপরাহ্ন
পিরোজপুরের পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা

২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)” পাওয়ায় পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা  দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে জেলা পুলিশ পিরোজপুরের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসাইন, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান মালেক,পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া, মুক্তিযাদ্ধা গৌতম রায় চৌধুরী, দৈনিক আজকের দর্পন পত্রিকার সম্পাদক এস. এম. নূরে আলম সিদ্দিকী শাহীন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পিরোজপুরের কথার সম্পাদক জহিরুল হক টিটু, জ্যেষ্ঠ সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এর আগে পুলিশ সুপারকে পুলিশ বিভাগ,জেলা প্রশাসন,পিরোজপুর পৌরসভা, জেলা পরিষদ,জেলাব্যাবসায়ী সমিতি, সরকারী সোহরাওয়ার্দী কলেজসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট উপহার দেয়া হয়।

ইনিউজ ৭১/এম.আর