ডাচ বাংলা ব্যাংক ও দৈনিক প্রথম আলোর আয়োজনে জাতীয় গনিত উৎসব-২০১৯ এ সুযোগ পেয়েছে স্বরূপকাঠির পাঁচ মেধাবী মুখ। গালিবুল আলম, মুশফিক সাজিদ,প্রতিপ্ত মন্ডল, আবির আহম্মেদ ও সামিউল হাসান ওই পাঁচ মেধাবি মুখ এ বছর দশম শ্রেনীর শিক্ষার্থী। তারা উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আগামী ১ ও ২ মার্চ তারিখে রাজধানীর ঢাকার মোহাম্মদপুরে ‘সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে’ জাতীয় পর্যায়ের গনিত উৎসব প্রতিযোগীতায় অংশ নিবে।
জানা যায়, এবছর গনিত উৎসবে উপজেলা থেকে ৪০জন শিক্ষার্থী জেলার পিরোজপুরে বাছাইপর্বে অংশ নেয়। সেখানে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া ওই বাছাই পর্ব থেকে ১৫ শিক্ষার্থী উত্তীর্ন হয়ে বাগেরহাটে আ লিক গনিত অলিম্পিয়াডে কৃতিত্বের সাথে অংশ নেয়। আ লিক উৎসবের ফলাফলে ওই ১৫ শিক্ষার্থী মধ্যে থেকে গালিবুল আলম, মুশফিক সাজিদ,প্রতিপ্ত মন্ডল, আবির আহম্মেদ ও সামিউল হাসান জাতীয় পর্যায়ের গনিত উৎসব-২০১৯ এ অংশ নেওয়ার জন্য সুযোগ পেয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।