আগৈলঝাড়ায় পৃথক কক্ষে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: সোমবার ১১ই ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪১ অপরাহ্ন
আগৈলঝাড়ায় পৃথক কক্ষে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা

আগৈলঝাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক গৃহবধু। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলা রত্মপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মনোতোষ বাড়ৈর স্ত্রী শিবানী বাড়ৈ (৩৫) গত নয় দিন যাবত জ্বরে ভুগছিলেন। জ্বর নিয়ে শিবানী রোববার দুপুরে উপজেলা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিক ভাবে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করেন শিবানীকে। 

ওই চিকিৎসকের তত্তাবধানেই হাসপাতালের পৃথক কক্ষে চলছে শিবানীর চিকিৎসা। ডা. একেএম মনিরুল ইসলাম বলেন প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হতে পারে। তবে আতংকের কিছু নেই। ডেঙ্গু থেকে মুক্তিপেতে রাতে সকলকে মশারী টাঙ্গিয়ে ঘুমানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব