রাঙ্গুনিয়ায় ১৫ দিনে দুই'শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১১ই ফেব্রুয়ারি ২০১৯ ০৭:১৭ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় ১৫ দিনে দুই'শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাপ্তাই ও রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া অংশে সড়কের ফুটপাত দখল করে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযানে নামলেন উপজেলা প্রশাসন। গত ১৫ দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান কাপ্তাই ও রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া অংশের আট স্থানে  দুইশ টি অবৈধ কাঁচা ও পাকা স্থাপনা উচ্ছেদ করেছেন। ভেঙ্গে দিয়েছেন অন্তত ৬০ টি সাইনবোর্ড। সোমবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান, মরিয়ম নগর চৌমুহনী ও রোয়াজারহাট  এলাকায় নির্মিত ও নির্মানাধীন ৪০ টি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেন ইউএনও। এসময় হাইওয়ে আইনে ৭ টি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ১৫ দিনে কাপ্তাই সড়কের শান্তির হাট, ইছাখালী, গোডাউন, রোয়াজারহাট, মরিয়ম নগর চৌমুহনী, চন্দ্রঘোনা লিচু বাগান বাস ষ্টেশন, রাঙ্গামাটি সড়কের রাজা নগর ও ইসলামপুর ইউনিয়নে দুইশটি নির্মানাধীন, ফুটপাত দখল করা কাঁচা ও পাকা স্থাপনা উচ্ছেদ করেন।

আদালতকে সহযোগিতা করেন নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার(ভূমি) পূর্বিতা চাকমা ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ সড়ক দখল করে দোকানের মালামাল বিক্রি করার দায়ে হাইওয়ে আইনে চন্দ্রঘোনা লিচু বাগানে মো. ফজলুর রহমান, মো. হাছান ও মো. লোকমানকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা, মো. ইউনুছ, মো. এনাম ও মো. ফরিদকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা ও মরিয়ম নগর চৌমুহনী এলাকায় মো. বাদশা নামে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সড়কে যানজটের মূল কারন হচ্ছে ফুটপাত দখল করে গড়ে উঠা অস্থায়ী দোকান ও স্থাপনা। এসবের কারনে সড়কে শৃঙ্খলা নেই। জনকল্যানে প্রতিটি সড়কের ফুটপাত দখল করে নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ করতে অভিযান অব্যাহত থাকবে।” 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব