প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১:৩২
সরকারি নির্দেশ অমান্য করে রাজধানীতে কোচিং চালু রাখার দায়ে ৫টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে ধানমন্ডির ঝিগাতলা ও ফার্মগেটে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। ঝিগাতলায় জয়যাত্রা, নবদিগন্ত, অনন্য ও ব্লেজ নামে চারটি কোচিং সেন্টারের কার্যক্রম চলমান দেখতে পান র্যাব সদস্যরা।
পরে কোচিং সেন্টারগুলো সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এদিকে ফার্মগেটে অভিযান চালিয়ে মবিডিক কোচিং সেন্টারের সেন্টারের কার্যক্রম চলমান দেখতে পেয়ে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। ওই কোচিংয়ের পাঁচজনকে একমাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব