বিকালে সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১০ই ফেব্রুয়ারি ২০১৯ ০২:২১ অপরাহ্ন
বিকালে সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন এরশাদ

নতুন সংসদ গঠনের পর আজ বিকালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের এপিএস মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্যার (রোববার ১০ ফেব্রুয়ারি) বিকেলে অধিবেশনে যোগ দেওয়ার মনস্থির করেছেন। স্যারের শরীরিক অবস্থা এখন অনেক ভালো। গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। দশম সংসদে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে জাপা সদস্য থাকায় বিরোধী দলের ভূমিকা নিয়ে নানা মহল থেকে সমালোচনা সইতে হয়েছে এরশাদকে। তাই এবার সরকার গঠনের আগেই জানিয়ে দেন সরকারে নয় শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে জাপা।

তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর সংসদে বিরোধী দলীয় নেতার আসনে কোনো পুরুষ সদস্যকে দেখা যাচ্ছে। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরুষ্কুশ সংগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করে। আর দ্বিতীয় সর্বোচ্চ আসনে বিজয়ী জাতীয় পার্টি থাকছে বিরোধী দলে। ৩ জানুয়ারি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্য দলের নির্বাচিত সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি এরশাদ। পরে ৬ জানুয়ারি স্পিকারের অফিসে শপথ নেন এরশাদ।

ইনিউজ ৭১/এম.আর