মা ইলিশ টানতে নতুন পরিকল্পনা ভারতের (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৯ই ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৪ অপরাহ্ন
মা ইলিশ টানতে নতুন পরিকল্পনা ভারতের (ভিডিও)

মা ইলিশ টানতে নতুন পরিকল্পনা নিয়েছে ভারত। প্রায় ৪০ বছর পর ইলিশের প্রজনন মৌসুমে প্রতিদিন চার ঘণ্টার জন্য খুলে রাখা হবে ফারাক্কা বাঁধ। এ তথ্য নিশ্চিত করেছে ভারতের অভ্যন্তরীণ নদীপথ কর্তৃপক্ষ। সত্তরের দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের আগে বাংলাদেশ থেকে ভারতের এলাহাবাদ পর্যন্ত অবাধ বিচরণ ছিল ইলিশের। তবে বাঁধ নির্মানের পর নেভিগেশন লকের কারণে তা বন্ধ হয়ে যায়। তাই আর ভারতে যেতে পারে না ইলিশ। প্রায় ৪০ বছর পর নতুন করে নেভিগেশন লকের নকশা তৈরি করেছে দেশটি। অবসান হতে যাচ্ছে, ভারতের ইলিশ খরার। 

প্রজনন মৌসুমে ইলিশ টানতে নতুন পরিকল্পনা নিয়েছে দেশটি। ইলিশের মৌসুমে মধ্যরাতে চার ঘন্টার জন্য ফারাক্কা বাঁধ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের অভ্যন্তরীণ নদীপথ কর্তৃপক্ষের আশা, এ সময়ে ফারাক্কা বাঁধ দিয়ে ডিমওয়ালা ইলিশ পৌছে যাবে, ভারতের এলাহবাদ বা প্রয়াগরাজে। ইলিশের প্রজনন মৌসুমে রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আট মিটার গেট খুলে দেয়া হবে যাতে ইলিশ ভারতে ঢুকতে পারে। মৎস বিজ্ঞানীদের মতে, এ সময়ে ইলিশ স্রোতের বিপরীতে যায়। তবে এ সময় কোন নৌযান চলাচল করতে পারবে না। কারন এর জন্য ২৫ মিটার প্রশস্ত যায়গা দরকার। ইলিশের প্রবেশ নিশ্চিতে ৩৬১ কোটি রুপি খরচে প্রকল্প হাতে নিয়েছে দেশটি। ভারত নেভিগেশন লক নামের এ বিশেষ ইলিশ করিডরটি চালু হবে আগামী জুন মাস থেকে। সূত্র : চ্যানেল ২৪

ইনিউজ ৭১/টি.টি. রাকিব