কলাপাড়ায় ট্রলার ডুবি, ২ শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শনিবার ৯ই ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৮ অপরাহ্ন
কলাপাড়ায় ট্রলার ডুবি, ২ শ্রমিক নিখোঁজ

কলাপাড়ার রাবনাবাদ নদীতে বালু বোঝাই বলগেটের ধাক্কায় ৭ শ্রমিকসহ ইট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দেবপুর ল ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ৫ শ্রমিককে উদ্ধার করলেও সাইফুল ও নুর ইসলাম নামে দুই শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া শ্রমিক ও স্থানীয়রা জানায়, কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে বালু বোঝাই বলগেট ইট বোঝাই একটি  ট্রলারকে ধাক্কা দেয়। এতে ৭ জন শ্রমিকসহ ট্রলারটি ডুবে যায়। এসময় নদীতে মাছ ধরা জেলেরা মাসুম, তোফাজ্জেল, রাসেল, মানিক ও নাসিরকে উদ্ধার করতে পারলেও সাইফুল ও নুর ইসলাম নামে দুই শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।

এদের মধ্যে আহত ৩ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পটুয়াখালী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক শিকদারের নেতৃত্বে পরিচালিত উদ্বার অভিযানে নদীতে নিমজ্জিত ট্রলারটি সন্ধান পাওয়া গেছে। ইট পড়ে ট্রলারের স্টাফ রুমের দরজা আটকে থাকায় উদ্ধার কাজে দেরী হচ্ছে। 

ইনিউজ ৭১/এম.আর