মিয়ানমার সরকারের বিতাড়নে পালিয়ে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উখিয়ার কুতুপাল রোহিঙ্গা ক্যাম্পে আসেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। তিনি বিমান যোগে শুত্রুবার সকালের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।গাড়ীযোগে উখিয়ায় এসে প্রতিমন্ত্রী প্রথমে উখিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামায আদায় করেন। এরপর গাড়ীযোগে দুপুর ৩ টার সময় কুতুপালং শরণার্থী ক্যাম্প পরির্দশন করেন। এসময় মিয়ানমার থেকে আসা গুলিবিদ্ধ স্বজনহারা কয়েকজন নারী পুরুষের সাথে কথা বলেন।
প্রতিমন্ত্রী কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও নতুন আসা রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষনকালে মন্ত্রীর সাথে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়েরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তারা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।