সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পধে রোহিঙ্গা নারী ও শিশুসহ ৩২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফে উপজেলার শাহপরীর দ্বীপ, ভোলারচর ও সিলখালি উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ যাত্রী। বিষয়টি জানতে পেরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি রয়েছেন। আর রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, সাত শিশু ও ছয় জন পুরুষ মালয়েশিয়া যাচ্ছিলেন।’তিনি আরও জানান, কীভাবে ও কার মাধ্যমে আটককৃতরা মালয়েশিয়া যাচ্ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফের বিজিবি সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’