গৃহবধূর আত্মহত্যা পরকীয়া জানাজানি হওয়ায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৮ই ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৫ পূর্বাহ্ন
গৃহবধূর আত্মহত্যা পরকীয়া জানাজানি হওয়ায়

বরিশাল নগরীর কালিবাড়ি রোডে গলায় ওড়না পেচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পরকীয়া প্রেমের বিষয়টি জানাজানি হওয়ায় ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন।বৃহস্পতিবার  তার নিজ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নগরীর কালিবাড়ি রোডের খোকার গেরেজ এলাকার বাসিন্দা জাকির হেসেন সবুজের স্ত্রী হাবিবা আক্তার তন্নির (২৪) সঙ্গে ফেসবুকে ঢাকার নীরব নামের এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এ নিয়ে সবুজের সঙ্গে তন্নির বিরোধ চলে আসছিল। গত ৪ ফেব্রুয়ারি  সবুজ তন্নির মাকে ডেকে বিষয়টি জানান সবুজ। একপর্যায়ে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মিমাংসা করে দেন।

বৃহস্পতিবার সবুজ ও তার মা ঘর থেকে বের হলে ঘরের ভেতর দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তন্নি।পরে সবুজ ও তার মা এসে ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের খবর দেয়।  একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানালে স্থানীয়দের সহায়তায় রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করেছ্নে।