কুবির সাংবাদিকতা বিভাগের 'বিভাগ দিবস' উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩২ অপরাহ্ন
কুবির সাংবাদিকতা বিভাগের 'বিভাগ দিবস' উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বিভাগ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে বিভাগ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৫০১ নাম্বার রুমে 'সাংবাদিকতা ও যোগাযোগ অধ্যয়ন: পেশা কি শুধুই সাংবাদিকতা?' - এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বিভাগীয় প্রধান বেলাল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, প্রধান আলোচক হিসেবে সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, আলোচক হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক্সিকিউটিভ এডিটর খালেদ মুহিউদ্দিন, বিশেষ অতিথি যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসাইন সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সাধারন শিক্ষার্থীরা।     

বক্তৃতার এক পর্যায়ে খালেদ মুহিউদ্দিন বলেন, ছোট একটা ক্রিকেট পীচের উপর বড় একটি ছাতা হচ্ছে সাংবাদিকতা। এছাড়াও আজকের এই সেমিনারের মূল প্রতিপাদ্যের সাথে মিলিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকতা বিভাগের নানা পেশায় নিজেকে নিয়োজিত করতে গণমাধ্যমের পাশাপাশি বিজ্ঞাপন সংস্থা, জনসংযোগ কর্মকর্তা, প্রোগ্রাম ব্যবস্থাপনা, যোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে পেশা হিসেবে বেছে নিতে পারবে।অতিথিদের বক্তৃতা শেষে, বিভাগের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে বিকেল ৫ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।