এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
গাজী আবুল কালাম , উপজেলা প্রতিনিধি ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৯ অপরাহ্ন
এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

পিরোজপুরের ইন্দুৃরকানীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ২ শিক্ষককে আগামী এক বছরের জন্য সকল প্রকার পাবলিক পরীক্ষা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার  উপজেলার এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ২ শিক্ষককে কেন্দ্রের নিয়ম শৃংক্ষলা ভংঙ্গের অভিযোগে অব্যাহতি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব আহম্মেদের আদেশ ক্রমে কেন্দ্র সচিব সেলিম খান ২ শিক্ষককে অব্যহতি দেন। জানা যায়, বৃহষ্পতিবার  অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় কেন্দ্রে দায়িত্ব অবহেলার  অভিযোগে আগামী ১ বছরের জন্য ২ শিক্ষককে সকল পরীক্ষায় দায়িত্ব পালন থেকে অব্যহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব আহম্মেদ।অব্যহতি হওয়া ২ শিক্ষক হলেন উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিপন চন্দ্র শাহা এবং অপর শিক্ষক হলেন পশ্চিম বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামিম আহসান।