আজ চট্টগ্রামে ফিলিপাইনি ভিসা সেন্টার চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৭ পূর্বাহ্ন
আজ চট্টগ্রামে ফিলিপাইনি ভিসা সেন্টার চালু

চট্টগ্রামে চালু হতে যাচ্ছে ফিলিপাইনের ভিসা সেন্টার। এর ফলে ঢাকার বদলে চট্টগ্রাম থেকে ভিসা সুবিধা গ্রহণ করা সম্ভব হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে এক অনুষ্ঠানে ভিসা সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ভিসা সেন্টারটির কার্যক্রম পরিচালিত হবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার পাম ভিউ ভবনের দ্বিতীয় তলা থেকে।

বিজ্ঞপ্তিতে ঢাকায় ফিলিপাইন দূতাবাসের ভিসা কর্মকর্তা বার্লিন এ তলোসার বরাতে জানানো হয়, প্রতিবছর দুই থেকে তিন হাজার মানুষ বাংলাদেশ থেকে ফিলিপাইনে যায়। এ সংখ্যা আরও বাড়ছে। চট্টগ্রাম থেকে অনেকে ভিসার জন্য আবেদন করেন। তাই আমরা এখানে ভিসা সেন্টার চালুর সিদ্ধান্ত নিয়েছি। ফিলিপাইনের অনারারি কনসাল এম এ আউয়াল জানান, চট্টগ্রামবাসীর সুবিধার জন্য এ ভিসা সেন্টারটি করা হচ্ছে। আবেদনের পর ফিলিপাইনের ভিসা পেতে সময় লাগবে ১০ কার্যদিবস।

ইনিউজ ৭১/এম.আর