প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৯
রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার সকাল থেকে কামরাঙ্গীরচরের কয়লাঘাট ও ইসলামবাগ এলাকায় এ অভিযান শুরু হয়। সকাল ১০টায় শুরু হওয়া আজকের এই অভিযান বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংস্থাটির যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।
অভিযানের প্রথম দিনে মঙ্গলবার কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে দুই শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর আগে গত ২৯ জানুয়ারি থেকে তিন দিন অভিযান চালিয়ে মোট ৪৪৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, উচ্ছেদের পর আমরা সীমানা চিহ্নিত করে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ ও ভিতরে গাছ লাগিয়ে দেব, যাতে কেউ পুনরায় দখল করতে না পারে।
ইনিউজ ৭১/এম.আর