ইয়াবার দুর্গ ভেঙে পড়েছে: পৌর মেয়র মুজিব

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: মঙ্গলবার ৫ই ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৫ অপরাহ্ন
ইয়াবার দুর্গ ভেঙে পড়েছে: পৌর মেয়র মুজিব

সংবাদপত্রের লেখালেখির কারণে ঘুষ, দূর্নীতি, মাদক ও সন্ত্রাস কমে যাচ্ছে। কক্সবাজারে এক সময় ইয়াবার দূর্গ ছিলো। এখন ইয়াবার দূর্গ ভেঙ্গে পড়েছে। গডফাদাররা আত্মসমর্পণ করছে। কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন ছিদ্দিকীর সভাপতিত্বে কক্সবাজার শহরের রেডিয়েন্ট ওয়ার্ড ফিশ হোটেলে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক মুহাম্মদ আলী, রেডিয়েন্ট ফিস ওয়াল্ডের পরিচালক আলহাজ্ব শফিকুর রহমান, ব্যস্হাপনা পরিচালক নাজিমুল হক, কক্সবাজার প্রেসক্লাব সম্পাদক মাহবুবুর রহমান, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, সংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সম্পাদক হাসানুর রশীদ চ্যানেল আই কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক, প্রমূখ।

সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক ইমাম খাইরের পরিচালনায় অনুষ্ঠানে মেয়র মুজিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবাদ পত্র ও সাংবাদিক বান্ধব। সাংবাদিকদের কল্যাণে সরকার সব সময় উদার। তিনি সাহসিকতার সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করে যাওয়ার আহবান জানান।প্রতিনিধিদের মধ্যে উখিয়ার শ.ম.গফুর,বান্দরবানের এইচএম সম্রাট,আবুল বশর নয়ন,শফিক, নাইক্ষ্যংছড়ির ইফসান খান ইমন,আব্দুল হামিদ,টেকনাফের আমান উল্লাহ কবির,রামুর কামাল শিশির,চকরিয়ার মন্সুর আলম আলম রানা,ঈদগাঁওর আনোয়ার হোসেন,লামার কামরুজ্জামান,রাংগুনিয়ার জগলুল হুদা,পটিয়ার তাপস দে আকাশ, লোহাগাড়ার জাহেদুল ইসলাম সাতকানিয়ার নুরুল ইসলাম সবুজ, আনোয়ার জাহাংগীর আলম,রাউজানের হাবিবুর রহমান বাঁশখালীর শফিউল্লাহ,সহ মিরশরাই,সীতাকুণ্ড, চন্দনাইশ,ফটিকছড়ি, হাটহাজারীর প্রতিনিধি ছাড়াও সাঙ্গু পত্রিকার সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা,কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব