উখিয়ায় ব্র‍্যাক এনজিওতে রোহিঙ্গা নিয়োগ: অফিসে তালা ঝুলিয়েছে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: মঙ্গলবার ৫ই ফেব্রুয়ারি ২০১৯ ০১:২১ অপরাহ্ন
উখিয়ায় ব্র‍্যাক এনজিওতে রোহিঙ্গা নিয়োগ: অফিসে তালা ঝুলিয়েছে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশী বিদেশী এনজিও গুলোতে রোহিঙ্গাদের উচ্চ বেতনে চাকুরিতে নিয়োগের নানান অভিযোগ পাওয়া গেছে। যার ফলে রোহিঙ্গারা একদিকে ফ্রি ত্রাণের পাশাপাশি এনজিওতে চাকরী করে এখন অনেকটাই সাবলম্বী হয়ে উঠেছে। আর অন্যদিকে অসহায় হয়ে পড়ে আছে উখিয়ার স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। অভিযোগে বলা হয়, উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশী-বেদেশী এনজিও সংস্থা গুলোতে রোহিঙ্গাদের একই পোস্টে উচ্চ বেতনে নিয়োগ দিয়ে স্থানীয়দের ছাটাঁই করার অভিযোগ প্রমাণ পাওয়া গেছে, এবং রোহিঙ্গাদের সাথে নিয়ে যোগসাজশে একটি সিন্ডিকেট ত্রাণের ব্যবসা কার্যক্রম চালাচ্ছে। তার একটি উদাহারণ দেশীয় বেসরকারী এনজিও সংস্থা ব্র্রাক এর জিএফডি প্রজেক্ট।

যে প্রজেক্টে এর দাতা সংস্থা ডব্লিউ এফপি(WFP)। ব্র্যাক তাদের জিফডি প্রকল্পে কমিউনিটি অর্গানাইজার(সিও) পদে ৯জন বাংলাদেশী এবং একই পোস্টে ৯জন রোহিঙ্গা সহ অসংখ্য রোহিঙ্গা ভলান্টিয়ার নিয়োগ দিয়েছে। যেখানে পিসি হিসেবে ঠাঁই পেয়েছে উখিয়ার স্থানীয় আবদুল্লাহ আল মামুন শাহীন সহ মাত্র ৩জন লোক। এতে চরমভাবে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল ১০ টায় ঘটিকার সময় উখিয়ার কুতুপালং-এ স্থানীয় উখিয়ার একঝাঁক তরুণ একত্রিত হয়ে স্থানীয়দের অধিকার আদায়ে ব্র্যাকের ‘জিএফডি’ প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দিয়ে ধর্মঘট করে। উল্লেখ্য যে, তারা সবাই দীর্ঘদিন ধরে উখিয়া কুতুপালুং রোহিঙ্গা ক্যাম্পে জিএফডি প্রজেক্টে কর্মরত ছিলো। সম্প্রতি তাদের এনজিও সংস্থা থেকে ছাঁটাই করা হয়। স্থানীয় যুবকরা সংবাদ মাধ্যমকে জানান, তাদের অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুুুশিয়ারী সংকেত দেন।

ইনিউজ ৭১/এম.আর