আজ জাতীয় গ্রন্থাগার দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৫ই ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৬ পূর্বাহ্ন
আজ জাতীয় গ্রন্থাগার দিবস

‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হবে। দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে। ২০১৭ সালে সরকার ৫ ফেব্রুয়ারিকে গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করে।দিবসটি উপলক্ষে আজ সকালে শাহবাগ গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

শোভাযাত্রার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিকেলে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভাগীয় ও জেলা সরকারি গণগ্রন্থাগারগুলোর আয়োজনেও শোভাযাত্রা, আলোচনাসভা, চিত্রাঙ্কন, রচনা, বই পাঠ ইত্যাদি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, গ্রন্থাগার দিবস ঘোষণা বাংলাদেশে গ্রন্থাগারের উন্নয়নে প্রধানমন্ত্রীর এক ঐতিহাসিক পদক্ষেপ।

ইনিউজ ৭১/এম.আর