প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০১৯, ২:৩৬
রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে কর্ণফুলী নদীর কোদালা এলাকায় অবৈধভাবে কাঠ পাচারকালে ট্রলার ভর্তি কাঠ জব্দ করা হয়। সোমবার(৪ ফেব্রæয়ারি) দুপুরে পৃথক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ অবৈধ বালু তোলে বিক্রি করার অভিযোগে মনজুর হোসেন ওরফে টাক্কুইল্যা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কর্ণফুলি নদীতে অভিযান চালিয়ে অবৈধ কাঠসহ একটি ট্রলার জব্দ করা হয়। জব্দ করা কাঠ ২৬ হাজার ৫ শত টাকায় নিলামে বিক্রি করা হয়।”
ইনিউজ ৭১/টি.টি. রাকিব