জাহালমের কারাভোগের ঘটনায় দুদকের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৩৯ অপরাহ্ন
জাহালমের কারাভোগের ঘটনায় দুদকের তদন্ত কমিটি

বিনা অপরাধে জাহালমের কারাভোগ করার ঘটনায় দুদকের তদন্তকারী কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কী না তা তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা জজ পদমর্যাদার দুদকের একজর পরিচালককে প্রধান করে এ কমিটি করা হয়েছে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আজ সোমবার এ কমিটি গঠনের কথা জানান। দুদক চেয়ারম্যান বলেন, জাহালমের ঘটনায় দুদকের তদন্তকারী কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থেকে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাত ১টার পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান জাহালম। এ সময় কারাফটকে মিথ্যা মামলায় সাজা দেওয়ায় দুদকের বিচার চান তিনি।

রাতে মুক্তি পাওয়ার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকের জাহালম বলেন, আমাকে বিনা বিচারে আটকে রেখেছে। আমি দুদকের বিচার চাই। ক্ষতিপূরণ চাই। যাদের জন্য বিনা বিচারে জেলে আটকে ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। প্রসঙ্গত, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে বিনাদোষে তিন বছর কারাগারে কাটাতে হয়েছে নরসিংদীর পাটকল শ্রমিক টাঙ্গাইলের জাহালমকে। গতকাল রোববার সোনালী ব্যাংকের ওই অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট তাকে মুক্তি দেয়ার নির্দেশ দেন। কারাগারে মুক্তির আদেশ পৌঁছানোর পর জেলসুপার তাকে মুক্তি দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব