কালকিনিতে ভাংগা ব্রীজে ঝুকি নিয়েই চলাচল

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: সোমবার ৪ঠা ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৫৩ অপরাহ্ন
কালকিনিতে ভাংগা ব্রীজে ঝুকি নিয়েই চলাচল

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদখার হাট-টরকিবাজার সড়কের ২নং ওয়ার্ডে ঢ়াড়ীবাড়ির সামনের ব্রীজটির মাঝখানের ঢালাই খসে পরে যায়। এতে ওই এলাকার হাজার হাজার জনসাধারন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, হাটবাজারগামী, ব্যবসায়ী, ও যানবাহন মারাত্মক ঝুকি নিয়ে চলাচল করছে। এলাকা সুত্রে জানায়, ১৯৯৬ সালে কালকিনি উপজেলা পরিষদ থেকে নির্মান করা হয়েছিল এই ব্রীজটি। এখন এ ব্রীজটি মরন ফাদে পরিনত হয়েছে। সরেজমিন ও এলাকা সুত্রে জানা যায়, এই সড়ক দিয়ে হামেদখারহাট,সাহেবরামপুর, টরকিবন্দর বাজার সহ কালকিনি উপজেলার সব যায়গায় যাতায়াত করা যায়। আর এই সড়ক দিয়ে বিভিন্ন এলাকার উৎপাদিত কৃষিপন্য বাজারজাত, ব্যবসায়ীদের দোকানের মালামাল প্রতিদিন যানবাহনে করে বাজারে নিতে হয়।

এ ছাড়া ওই এলাকার জনসাধারন যাতায়াতের জন্য এই সড়ক ব্যবহার করে। অপর দিকে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা ,কয়েকটি প্রাথমিক বিদ্যালয়। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকদের প্রতিনিয়তই ঝুকিপুর্নভাবে এই ব্রীজটি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকার সাধারন জনগন বলেন, প্রায় সময়ই এই ব্রীজটি উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের ফলে দুর্ঘটনা ঘটে। আর বেশী দুর্ঘটনায় শিকার হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। বিশেষ করে টরকিবন্দরের দোকানীদের বালু, রড, সিমেন্ট বড় ট্রাকে নিয়ে যাওয়ার ফলেই ব্রীজটির বেশী ক্ষতি হয়েছে। এখন যানবাহন পারাপার হওয়ার জন্য মারাত্মক ঝুকি নিতে হচ্ছে। যে কারনে এলাকার কৃষিজাতপন্য বাজারজাত করাও যাচ্ছে না। রাতের বেলায় এই সড়কটি দিয়ে চলাচলে যানবাহন মারাত্মক ঝুকি নিতে হয়।

ইনিউজ ৭১/এম.আর