কুবির দুই ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪০ অপরাহ্ন
কুবির দুই ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। রবিবার (০৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম বিষয়টি জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিত বলা হয়, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, স্বজন বরণ বিশ্বাস (যুগ্ম-সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা) ও সাইফুল হাসান সাদী (সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা)  এর উপর থেকে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।”

উল্লেখ্য, ২০১৮ সালের ০১ লা মার্চ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে স্বজন বরণ বিশ্বাস, সাইফুল হাসান সাদী ও গোলাম দস্তগীর ফরহাদকে বহিষ্কার করা হয়। গত শুক্রবার (২৫ জানুয়ারী) এ শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম দস্তগীর ফরহাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার পর রবিবার (০৩ ফেব্রুয়ারি) আবার বাকি দুজনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়।

ইনিউজ ৭১/এম.আর