র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গুহ লক্ষীপুর এলাকায় এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারনা মূলক কার্যক্রম চালাচ্ছে। উক্ত সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ আভিযানিক দলটি ০৩ ফেব্রুয়ারি ২০১৯ইং রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গুহ লক্ষীপুর গ্রামে অভিযান পরিচালনা করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ০১ জন সক্রিয় সদস্য ১। লিপসন ইসলাম কলিন্স(১৫), পিতা-মোঃ সাফায়েত তালুকদার, সাং-গুহ লক্ষীপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে।
এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট জব্দ করা হয়। উল্লেখ্য, অভিযুক্ত লিপসন ইসলাম কলিন্স একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি অনলাইন পেইজ চালু করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত। আটককৃত ব্যক্তিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।