সৌদি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয়। আগামী ১৪ই ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা স্মারক স্বাক্ষর হবে বলে জানান সেনাপ্রধান।
পরে জেনারেল আজিজ আহমেদ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, সৌদি আরবের সীমান্তবর্তী এলাকার মাইন অপসারণের জন্য বাংলাদেশ থেকে দুটি ব্যাটালিয়ন চেয়েছে সৌদি আর্মড ফোর্স। দুটি ব্যাটালিয়নে প্রায় ১৮শ' সদস্য কাজ করবে বলেও জানান তিনি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।