টেকনাফের রোহিঙ্গা বসতি হতে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ৩রা ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৪ অপরাহ্ন
টেকনাফের রোহিঙ্গা বসতি হতে ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রোহিঙ্গা বসতিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে  আটক করেছে। ধৃত রোহিঙ্গা টেকনাফেের নয়াপাড়া শরণার্থী শিবির সি ব্লকের নুর হোছনের ছেলে সৈয়দ কাশিম (৩২)। ২ ফেব্রুয়ারী শনিবার বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সুবেদার হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি সদস্য নিয়ে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি- ব্লকের নুর হোছনের বাড়িতে অভিযান চালায়।

এসময় খাটের নীচে বালতিতে অভিনব কায়দায় লুকানো ৯ হাজার ৯শ ৫৭ পিস ইয়াবাসহ তাকে আটক করে। জব্দকৃত ইয়াবার মূল্য ২৯ লক্ষ ৮৭ হাজার ১শ টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব