সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: রবিবার ৩রা ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৯ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি

নির্বাচন কমিশনের (ইসি) সম্মান, মর্যাদা অক্ষুণ্ন রাখতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘আপনাদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্বপালন করতে হবে। মনে রাখবেন, সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি। এতে আপনাদের সফলতা কামনা করি।’ আগারগাঁওস্থ ইটিআই ভবনে রোববার ৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে এমন কথা বলেন তিনি। মাহবুব তালুকদার বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার চাপ, লোভের ঊর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নির্বাচনেই কোনো শিথিলতার সুযোগ নেই।’

প্রশিক্ষকদের উদ্দেশে এই কমিশনার বলেন, ‘কোনো বিষয় সম্পর্কে কারও অস্পষ্টতা থাকলে তা এখানে নিরসন করা বাঞ্ছনীয়। কোনো বিষয়ে কারও বিভ্রান্তি থাকলে আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন, তাদের মধ্যে সেই বিভ্রান্তি সঞ্চারিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়।’ অন্যদিকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে বিকেল ৩টায় কমিশন সভায় বসছে ইসি। ১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়। এরপর ১৯৯০, ২০০৯ ও ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারিতে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়। ছয় দফায় সর্বশেষ নির্বাচন হয়।

ইনিউজ ৭১/এম.আর