পা দিয়ে লিখে স্বপ্ন পূরণ করতে চায় ফরিদপুরের নগরকান্দার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জসিম। প্রতিবন্ধী এই শিক্ষার্থী উপজেলার তালমা কেন্দ্রের মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজ ভেন্যুতে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। দুই হাত ছাড়াই পা দিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রীতিমত হৈ চৈ ফেলেছে সে। প্রতিবন্ধী জসিম উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বর ও তছিরন বেগম দম্পতির সন্তান। জানা গেছে, স্বপ্নকে জয় করতে দৃঢ় মনোবল নিয়ে শত বাধা উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে তুলতে কঠোর সংগ্রাম চালিয়ে এ পর্যন্ত এগিয়ে এসেছে জসিম।
জন্ম থেকে দুই হাত না থাকায় প্রাথমিক শিক্ষায় পায়ের দুই আঙ্গুলের ফাকে চক ও পেন্সিল ডুকিয়ে লেখার অভ্যাস করিয়েছেন স্থানীয় কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। জসিমের বাবা হানিফ জানান, ‘জসিমের লেখাপড়ার মনোযোগ দেখে জেলা প্রশাসক একটি মোটর চালিত ভ্যান দিয়ে সহায়তা করেছেন ওই ভ্যানে করে জসিম স্কুলে যাওয়া আসা করে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘জসিমের পরীক্ষা দিতে যাতে কোন রকম সমস্যা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।