ভুয়া দুদকের কমিশনার আটক

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: শনিবার ২রা ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১১ অপরাহ্ন
ভুয়া দুদকের কমিশনার আটক

বাঙালি যে সুযোগ সন্ধানী তা আবার প্রমান হইলো চলমান দুদকের অভিযান কার্যক্রমে , তবে না এই সুযোগটি নিয়েছেন ভুয়া দুদকের কমিশনার পরিচয় দিয়ে। সারা দেশে চলছে দুর্নীতিগ্রস্ত লোকদের ধরা। দদুকের লোকজন সারা দেশে চিরুনি অভিযান পরিচালনা করছেন। আর এই সুযোগটি কাজে লাগচ্ছিলেন কিছু অসাধু চক্র। তারা নিজদের দুদকের কমিশনার পরিচয় দিয়ে অসাধু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইলে ফোন করে হুমকি দিয়ে তটস্থ করে রাখছে। অসাধু কর্মকর্তা-কর্মচারীরা অপরাধ ঢাকতে এই দুষ্ট চক্রের হাতে তুলে দিচ্ছেন টাকা। এই চক্র কখনো দুদকের কমিশনার আবার কখনও বা কর্মকর্তা পরিচয়ে হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এমনি একটি চক্রকে ধরেছ র‌্যাব এবং র‌্যাব ইনিউজকে বলেন , ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অন্তত সরকারি ৫০০ কর্মকর্তার কাছ থেকে ৪০ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া দুদক কর্মকর্তা আনিছুর রহমান (৩৬) ও তার সহযোগী ইয়াসিন তালুকদার (২৩)। এই দুইজনকে শুক্রবার রাজধানীর হাজারীবাগ থেকে আটক করা হয়। শনিবার রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন হয়। সেখানে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মহিউদ্দিন ফারুকী এসব তথ্য জানান। তাঁদের বিরুদ্ধে চলমান অপরাধে মামলা হবে এবং আরও কেউ থাকলে এই চক্রে তা ধরা হবে।