ইন্দুরকানীতে মহিলা অজ্ঞান পার্টির কবলে ইজিবাইক যাত্রি

নিজস্ব প্রতিবেদক
গাজী আবুল কালাম , উপজেলা প্রতিনিধি ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশিত: শুক্রবার ১লা ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৯ অপরাহ্ন
ইন্দুরকানীতে মহিলা অজ্ঞান পার্টির কবলে ইজিবাইক যাত্রি

ইন্দুরকানীতে অজ্ঞান পার্টির কবলে পরে খাদিজা নামের এক মহিলার ৭৭ হাজার টাকা খোয়াগেছে। বৃহষ্পতিবার দুপুরের সময় ইন্দুরকানী উপজেলার রুপালী ব্যাংক শাখা হতে বালিপাড়া গ্রামে সৌদি প্রবাসী দুলাল সেপাইয়ের স্ত্রী খাদিজা বেগম (৩৬) ৭৭ হাজার টাকা তুলে বাড়ি যাবার জন্য ইজি বাইকে উঠেন খাদিজার পাশে গাড়িতে অপর একজন মহিলা যাত্রি  বসা ছিল  খাদিজা বসার পরে মহিলা তার ব্যাগ খুলে নারাচারা করতে দেখে  বলে খাদিজা জানান, তখন খাদিজার নাকে এক রকম ঘ্রান আসে তার পরে তিনি আর কিছু বলতে পারেননি।

বালিপাড়া বাজারে পৌছে  ইজিবাইকের ড্রাইভার জানতে চান আপনি কোথায় নামবেন, তখন তার  হুশ হয় তিনি নেমে দেখেন যে তার ব্যাগে টাকা নাই দেখে  কান্নাকাটি শুরু করেন তিনি। খাদিজার স্বামী দুলাল সেপাই সৌদিপ্রবাসী তিনি সেখান থেকে ইন্দুরকানী রুপালী ব্যাংকে প্রতিমাসে টাকা পাঠান। এরিপোর্ট লেখা পর্যন্ত ইন্দুরকানী থানায় একটি সাধারন ডাইরি করেছে খাদিজা যাহার নাম্বার ১০১২। ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান আমরা রবিবার ব্যাংকের ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখব সেখান থেকে কোন ক্ল¬ু উদ্ধার করা যায়কিন্ াআগে শহরে এরকম ঘটনা শোনা গেলেও গ্রামে এরকম ঘটনা তেমন শোনা যায়নি।তবে আমরা সর্বাত্তক চেস্টা করব ঘটনা উদ্বঘটনের।