ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে জানুয়ারী ২০১৯ ০৯:২১ অপরাহ্ন
ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্লিনিক, হোটেল ও মিষ্টির দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, ধনবাড়ী চৌরাস্তায় ভাবনা ক্লিনিকে অভিযানকালে ক্লিনিকের কোন কাগজপত্র না থাকায় মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ, ১৯৮২ এর আইনে ৫ হাজার টাকা, কেন্দুয়া রোডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পানিয় এবং পণ্যের মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় রজনীগন্ধা হোটেলকে ১০ হাজার টাকা, রাফী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও রিয়া মনি মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করে ২ এপিবিএন মুক্তাগাছার সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও আজাহারুল ইসলাম।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব