ভোলার বোরহানউদ্দিনের বোরহানউদ্দিন কামিল(আলিয়া) মাদ্রাসায় আসন্ন দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ,বি আহম্মদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলাম,মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্লাহ, ফকিহ্ মো. হাবিবুল্লাহ, প্রভাষক মো. মাকসুদুর রহমান, হাবিবুর রহমান আল জাযেরী প্রমুখ। বক্তৃতা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার মুহাদ্দিস মো. আ. ওয়াদুদ। এর আগে শিক্ষার্থীরা নানা পরিবেশনা উপস্থাপন করেন।। ওই সময় পমাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থী, অভিবাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।