জাতীয় সংসদ নির্বাচনের পরে সারা দেশে এখন চলছে উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ। সারা দেশের মতো এমন আমেজ বয়ে যাচ্ছে শরিয়তপুরের জাজিরা উপজেলাতে। এই উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে অনেকে নির্বাচিত হওয়ার জন্য উঠে পরে নেমেছেন । তেমনি একজন মোঃ আনিছ মাতবর । বেশ জনপ্রিয় এই নেতা দীর্ঘ দিন ধরে সম্পৃক্ত সরকারি দলের সাথে। তৃনমূল থেকে বেশ সাড়া পাচ্ছেন তিনি । তৃনমূল নেতা কর্মীদের আগ্রহের কারনে তিনি এবারি প্রথমবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে ইনিউজ৭১ কে জানান । তিনি আরও বলেন তিনি নির্বাচিত হলে সবার থেকে শেরাটা দিবেন জাজিরার গন মানুষের জন্য । তিনি সকলের দোয়া চেয়েছেন । তবে এবার বেশ জমজমাট হবে এই পদের নির্বাচন । কারন এবার সরকারি দল উন্মুক্ত রাখবে এই পদে দলীয় মনোনয়ন । সেই সুবাধে তুমুল প্রতিদ্বন্দ্বী হবে এই ভাইস চেয়ারম্যান পদে।