উন্নয়ন-সুশাসন আগে জেলা-উপজেলায়, তারপর বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩০শে জানুয়ারী ২০১৯ ০৭:০৩ অপরাহ্ন
উন্নয়ন-সুশাসন আগে জেলা-উপজেলায়, তারপর বাংলাদেশ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, আমরা তো রাজনীতি করি। আমরা সারা বাংলাদেশেকে যেমন চিনি ঠিক তেমনি আমার জেলাকেও চিনি। সুতরাং  সবার আগে প্রাধান্য পাবে আমার জেলা। তারপর হল পুরো বাংলাদেশ। কারণ সবার আগে আমার ঘর ঠিক রাখতে হবে। তারপর আস্তে আস্তে পুরো বাংলাদেশে সুশাসন ছড়িয়ে দিতে হবে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা ও শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পৌরপিতা, আলী আহম্মদ চুনকা এর ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাৎসরিক মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সবার আগে আমাদের মাদক নিয়ন্ত্রণ করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের উদ্দেশ্যে বলেন, আমাদের এখানে যোগ্যনেত্রী  ও বাংলাদেশের একমাত্র নারী সিটি করপোরেশন মেয়র আইভী আপা রয়েছেন। আমি তাকে বলবো, আপনার যে সুশাসন রয়েছে তা চালিয়ে যান। পাশাপাশি পুলিশ সুপারকেও বলবো সুশাসন পরিচালনায় আপনি সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জের হারিয়ে যাওয়া সুনাম ফিরিয়ে আনতে চাই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব