কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ৩০শে জানুয়ারী ২০১৯ ০৬:৩৭ অপরাহ্ন
কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষতি

কলাপাড়ার চাপলী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্নরূপে ভস্মীভ’ত হয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার এ অগ্নিকান্ডে ফরিদ উদ্দিনের মালিকানাধীন সোলায়মান টেলিকম এন্ড বিজনেস সেন্টার সম্পূর্নরূপে পুড়ে যায়। সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারনা করা হচ্ছে। এতে অনুমানিক ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফরিদ উদ্দিন। স্থানীয়সহ ক্ষতিগ্রস্থ ফরিদ উদ্দিন জানায়, গভীর রাতে আগুন দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। মুহুর্তে আগুন দোকান থেকে পিছনের বাসায় ছাড়িয়ে পড়ে।

তাৎক্ষনিবভাবে কলাপাড়ার ফায়ার সার্ভসকে সংবাদ দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে নগদ ২২ লক্ষ টাকাসহ ১টি মোটর সাইকেল, মোবাইল সেটসহ দোকান এবং বাসার সব মামলামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে ওই রাতে মহিপুর থানা পুলিশও ঘটনাস্থলে আসে। ধুলাসর ইউপি চেয়রম্যান আবদুল জলিল জানান, পাশের তিনটি দোকান ভেংগে ফেলায় আগুন খুব দ্রুত নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব