প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৭
কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।উদ্ধার করা মরদেহ টেকনাফের কাটাখালী পূর্বপাড়ার মোহাম্মদ কালু মিস্ত্রির ছেলে মোহাম্মদ সোহেলের।
উখিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতাল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে কি কারণে নিখোঁজ ছিলেন বা কারা এঘটনায় জড়িত এখনো বিস্তারিত জানা যায়নি।
ইনিউজ ৭১/এম.আর