প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ২১:১৮
কলাপাড়ায় “রিভার এ লিভিং বিয়িং” শীর্ষক দুদিন ব্যাপী চতুর্থ আন্তজার্তিক পানি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারটায় একশন এইড বাংলাদেশের আয়োজনে কুয়াকাটার গ্রেভার ইন হোটেলের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহানা কবিরের সভাপতিত্বে এ সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশন’র চেয়ারম্যান ড.মুজিবুর রহমান হওলাদার, জাতীয় নদী রক্ষা কমিশন’র সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দিন, পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, ব্রাক বিশ্ববিদ্যলয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, ঢাকা বিশ্ববিদ্যলয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক,ড.ইমতিয়াজ আহম্মেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক,ড.মো. মনজুরুল কিবরিয়া।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব