বরিশালে নৌযান মালিক নদীতে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৯শে জানুয়ারী ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ন
বরিশালে নৌযান মালিক নদীতে নিখোঁজ

বরিশালের মুলাদী উপজেলায় জেলেদের জাল কাটাকে কেন্দ্র করে হামলায় মালবাহী একটি নৌযানের মালিক জয়ন্তী নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের মৃধার হাটে জয়ন্তী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সিধু খান চাঁদপুরের মতলব উপজেলার মৃত রুস্তম আলীর ছেলে।

জানা গেছে, জাল কাটাকে কেন্দ্র করে জেলেদের সঙ্গে বাক-বিতণ্ডা হয় মালবাহী নৌযানের মালিক-কর্মচারীদের। একপর্যায়ে জেলেদের হামলায় নৌযানের মালিক নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে মুলাদী থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া ওই হামলায় আহত মতলব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর ছেলে ও নৌযান মালিকের ভাগিনা রাকিবকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাকিব সাংবাদিকদের বলেন, বালুবোঝাই মায়ের অবদান নামে মালবাহী নৌযানটি জয়ন্তী নদী দিয়ে যাওয়ার সময় জেলেরা আমাদের রুট পরিবর্তন করতে বলেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় গতি কমালে অতর্কিতভাবে তারা হামলা চালান। এসময় তাদের হামলায় নৌযানের মালিক সিধু নদীতে পড়ে নিখোঁজ হন।

ইনিউজ ৭১/এম.আর