প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ২১:১৫
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ী গ্রামের আনিছ ফরাজী ছেলে বাচ্চু ফরাজী (৩২) সোমবার সকালে চিরাপাড়া নদীর পাড়ে কাজ করার সময় নদীতে পড়ে যায়। নৌকায় থাকা দুর থেকে এক জেলে বাচ্চুকে নদীতে পড়তে দেখে সে আর না ওঠায় ওই জেলে স্থানীয়দেরকে খবর দেয়। তাৎক্ষনিক কাউখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীদের ৩ ঘন্টা অভিযান শেষে চিরাপাড়া নদীর গারতা খালের মোহনা থেকে ব্চ্চাু ফরাজীর লাশ উদ্ধার করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব